ডিজিটাল ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন লগইন
ডিজিটাল ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন একটি অনলাইন ভিত্তিক সেন্ট্রাল এবং পূর্ণাঙ্গ তথ্য ব্যবস্থাপনা ওয়েব সফটওয়্যার । ডিজিটাল ওয়েব সফটওয়্যারটি শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন সকল হোল্ডিং কর (ট্যাক্স) মূল্যায়ন তালিকা প্রস্তুত ও আদায়, ট্রেডলাইসেন্স ল্যায়ন তালিকা প্রস্তুত ও আদায় এবং যাবতীয় হোল্ডিং তথ্যের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। তৎসঙ্গে এই ওয়েবসাইট পুলিশিং সেবা তথ্যের ক্ষেত্রে সবত্তক সহায়তা প্রদানরে ক্ষেত্রে তৈরি করা হয়েছে । এই ওয়েব সফটওয়্যারটিতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন জন্য পৃথক প্যানেল এবং মনিটরিং করার জন্য রয়েছে পৃথক প্যানেল । যার মাধ্যমে জেলা প্রশাসন, ডি.ডি.এল.জি, উপজেলা প্রশাসন ও পুলিশ সুপার কাযালয় এবং স্ব-স্ব উপজেলাধীন এলাকার থানা ভারপ্রাপ্ত কমকতাগণ তাদের আওতাধীন সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন কার্যক্রম মনিটরিং করতে পারবে।